৯ আগস্ট ২০২৩ - ১৯:৩৯
‘দক্ষিণ কোরিয়াকে বাধ্য করতে ইরানের হাতে বেশ কিছু বিকল্প রয়েছে’

ইরানের কাছ থেকে তেল কেনা বাবদ পাওনা পরিশোধ করতে দক্ষিণ কোরিয়াকে বাধ্য করার জন্য ইরানের হাতে বেশ কিছু বিকল্প রয়েছে। একথা জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি।

তিনি মঙ্গলবার তেহরানে এক বক্তব্যে বলেন, ইরান দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ৭০০ কোটি ডলারের পাওনা আদায়ে সবগুলো বিকল্প ব্যবহার করার চিন্তাভাবনা করছে।

তিনি বলেন, “আমরা বহুবার সিউলকে জানিয়ে দিয়েছি, ইরান এমন দেশ নয় যে, সে তার পাওনা আদায় না করে বসে থাকবে। আমাদের হাতে যেসব বিকল্প রয়েছে তাতে দক্ষিণ কোরিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা তার সবগুলো ব্যবহার করব।”

দক্ষিণ কোরিয়া মার্কিন নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে গত কয়েক বছর ধরে ইরানের সাত বিলিয়ন ডলারের পাওনা পরিশোধে গড়িমসি করছে। দ্বিপক্ষীয় বিভিন্ন ফোরামে কথা বলে ব্যর্থ হওয়ার পর ইরান সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য পার্লামেন্টের অনুমোদন নিতে গত সপ্তাহে একটি বিল তৈরি করে। গতকাল (মঙ্গলবার) বিলটি নিয়ে পার্লামেন্টে আলোচনা শুরু হওয়ার পর মালেকি এসব কথা বললেন।#

342/